বাঙালী কণ্ঠ নিউজঃ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে টাইগাররা।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নয়ে নেমে গেছে দলটি।
মে মাসের হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫ আর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৭। র্যাঙ্কিংয়ের সাতে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৬।
হালনাগাদ র্যাঙ্কিং প্রণয়নে ২০১৪-১৫ মৌসুমে দলগুলোর পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে। ২০১৫ সাল থেকে এই তিন বছরে ১৮ টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, হার ১০টি ও ৫ ড্র।
অন্যদিকে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১২। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের জায়গা করে দিতে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০২। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের পাঁচে আছে ইংল্যান্ড। আর র্যাঙ্কিংয়ের ছয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৪।