বাঙালী কণ্ঠ নিউজঃ টস জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠান। ২৫ রান করা মাহমুদউল্লাহর ওপর আম্পায়ারের অবিচার ছাড়া বাকি খেলোয়াড়রা তেমন একটা কিছু দিতে পারেনি তা বলাবাহুল্য। এরপর মাশরাফি-মিরাজের ৬৮ রানের উপহার নিয়ে দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৭৩। মাঠে আজ জাদেজার বল যেন ধাঁধাঁ লাগিয়ে দিয়েছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের!
এরপর ভারত ১৭৪ রানের লক্ষ নিয়ে মাঠে নামলো। বাংলাদেশের বিপক্ষে রোহিতের ব্যাটে যেন বিদ্যুৎ চমকাতে লাগলো! সেঞ্চুরি না করলেও তিনি একাই করলেন টার্গেটের প্রায় অর্ধেকের কাছাকাছি ৮৩ রান। থাকলেন অপরাজিতও! অন্যদিকে ধনিও করেছেন ৩৩ রান।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ! এখন ফাইনালে খেলতে হলে হলে পরের দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে টাইগারদের।
আগামীকাল রবিবার আফগানিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশ দলের।