ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক চাপ কেটে গেছে: মাশরাফি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে পারলে যেকোনো সিরিজের প্রাথমিক চাপ কেটে যায়। এমনটিই মনে করেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাই দ্বিতীয় ম্যাচে আফগানদের চেয়ে বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকবে।

আজ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যেকোনো সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে বের হয়ে যেতে পারলে মানসিকভাবে অনেক হালকা থাকা যায়। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের প্রাথমিক চাপ কেটে গেছে। আশা করি, পরের ম্যাচে মানসিকভাবে আরেকটু ভালো অবস্থানে থাকবো।’

বাংলাদেশের সামনে একশতম ম্যাচ জয়ের হাতছানি। দলের দারুণ এই অর্জনের অপেক্ষায় আছেন মাশরাফি, ‘হ্যাঁ, এটা ঠিক যে দারুণ একটি অর্জনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই অর্জন পূর্ণ করতে পারলে তা সত্যিই ভালোলাগার হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই যদি তা হয়, আরো ভালো লাগবে। এখন সে অপেক্ষায় আছি আমরাও।’

‘আসলে আমি না থাকলেও কেউ না কেউ এই সময় অধিনায়কের দায়িত্বে থাকতেন। তবে আমার অধিনায়কত্বে এমন অর্জন এলে তা খুবই ভালো লাগার ব্যাপার হবে।’ যোগ করেন মাশরাফি।

প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে জিততে হলে টাইগারদের আরও ভালো পারফরম্যান্স করতে হবে। এ বিষয়ে মাশরাফি বলেছেন, ‘কাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিততে হলে আমাদের সত্যিই ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে আগের ম্যাচের চেয়ে আরো ভালো খেলতে হবে। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’

উল্লেখ্য, সিরিজের ‍দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগামী বুধবার আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। এ ম্যাচের জন্যও রিজার্ভ-ডে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রাথমিক চাপ কেটে গেছে: মাশরাফি

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে পারলে যেকোনো সিরিজের প্রাথমিক চাপ কেটে যায়। এমনটিই মনে করেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাই দ্বিতীয় ম্যাচে আফগানদের চেয়ে বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকবে।

আজ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যেকোনো সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে বের হয়ে যেতে পারলে মানসিকভাবে অনেক হালকা থাকা যায়। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের প্রাথমিক চাপ কেটে গেছে। আশা করি, পরের ম্যাচে মানসিকভাবে আরেকটু ভালো অবস্থানে থাকবো।’

বাংলাদেশের সামনে একশতম ম্যাচ জয়ের হাতছানি। দলের দারুণ এই অর্জনের অপেক্ষায় আছেন মাশরাফি, ‘হ্যাঁ, এটা ঠিক যে দারুণ একটি অর্জনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই অর্জন পূর্ণ করতে পারলে তা সত্যিই ভালোলাগার হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই যদি তা হয়, আরো ভালো লাগবে। এখন সে অপেক্ষায় আছি আমরাও।’

‘আসলে আমি না থাকলেও কেউ না কেউ এই সময় অধিনায়কের দায়িত্বে থাকতেন। তবে আমার অধিনায়কত্বে এমন অর্জন এলে তা খুবই ভালো লাগার ব্যাপার হবে।’ যোগ করেন মাশরাফি।

প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে জিততে হলে টাইগারদের আরও ভালো পারফরম্যান্স করতে হবে। এ বিষয়ে মাশরাফি বলেছেন, ‘কাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিততে হলে আমাদের সত্যিই ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে আগের ম্যাচের চেয়ে আরো ভালো খেলতে হবে। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’

উল্লেখ্য, সিরিজের ‍দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগামী বুধবার আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। এ ম্যাচের জন্যও রিজার্ভ-ডে রাখা হয়েছে।