ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এই মেয়েটা ভাল না, এই মেয়েটার কোয়ালিটি খারাপ, এইগুলি কইরা খায়

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আকতার দাবি করে বলেছেন, তাঁর ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। রোববার মোহাম্মদপুর থানার বাইরে এক দল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ক্রিকেটার সানি মা বলেন, আমার ছেলের তদন্ত করো, আর ওই মেয়ের তদন্ত করো, তোমাদের কাছে অনুরোধ এই মেয়েটা কী, সানির কী হয় এই মেয়েটা? মামলা দিল!’


তাঁর অভিযোগ, ‘এই মেয়েটা ভাল না। এই মেয়েটার কোয়ালিটি খারাপ। সে এইগুলি কইরা খায়।’

থানায় ঘুষ দিয়ে এ কাজ করা হয়ে থাকতে বলেও সানির মায়ের সন্দেহ। তিনি বলে, ‘কত লাখ টাকা থানায় দিছে…’।

গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক তরুণী সানির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নাসরিনের দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি আরাফাত সানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপ্লব কুমার জানান, ৫ জানুয়ারি মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে সানির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এরপর রোববার সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এই মেয়েটা ভাল না, এই মেয়েটার কোয়ালিটি খারাপ, এইগুলি কইরা খায়

আপডেট টাইম : ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আকতার দাবি করে বলেছেন, তাঁর ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। রোববার মোহাম্মদপুর থানার বাইরে এক দল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ক্রিকেটার সানি মা বলেন, আমার ছেলের তদন্ত করো, আর ওই মেয়ের তদন্ত করো, তোমাদের কাছে অনুরোধ এই মেয়েটা কী, সানির কী হয় এই মেয়েটা? মামলা দিল!’


তাঁর অভিযোগ, ‘এই মেয়েটা ভাল না। এই মেয়েটার কোয়ালিটি খারাপ। সে এইগুলি কইরা খায়।’

থানায় ঘুষ দিয়ে এ কাজ করা হয়ে থাকতে বলেও সানির মায়ের সন্দেহ। তিনি বলে, ‘কত লাখ টাকা থানায় দিছে…’।

গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক তরুণী সানির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নাসরিনের দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি আরাফাত সানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপ্লব কুমার জানান, ৫ জানুয়ারি মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে সানির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এরপর রোববার সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।