ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে ও অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জনগণ যখন এই উন্নয়নের সুবিধা ভোগ করেন এবং উন্নয়ন চিত্র উপলব্ধি করতে পারেন তখনই আসে উন্নয়নের স্বার্থকতা।’

আজ শনিবার তার নির্বাচনী এলাকা পীরগঞ্জের খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বঙ্গমাতা পরিষদ রংপুর এর সহযোগিতায় পীরগঞ্জ উপজেলার এসএসসি পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্পিকার বলেন, তথ্য প্রযুক্তির সাথে প্রান্তিক পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে সরকার ৪৫০০ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছে- যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি সেবা। এছাড়াও শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে প্রতিটি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব- যা তরুণ শিক্ষার্থীদের সংযুক্ত করবে বিশ্ব জ্ঞান ভান্ডারের সঙ্গে।

সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে প্রতিযোগিতার বিশ্বে মেধার স্বাক্ষর রাখতে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেধার কোন বিকল্প নেই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৪৬ বছর পার হতে চলেছে সমৃদ্ধির পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করছে সরকার। সরকার ইতোমধ্যে ২০৪১ মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সামগ্রিক পরিকল্পনায় শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দেয়া হচ্ছে। সবার জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মিড ডে মিল চালু করা,মেয়েদের জন্য বিনাবেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার।’

এ পর্যায়ে স্পিকার পীরগঞ্জ উপজেলার এসএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে যাদের সংবর্ধনা দেওয়া হলো, ভবিষ্যতে যেন তাদেরকে আরো বড় সংবর্ধনা দেওয়া যায় ও তারা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।’

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টিমান নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করে বলেন মায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারলে সুস্থ্য সবল আগামী প্রজন্ম গঠন সম্ভব হবে। এছাড়াও  তিনি রায়পুর ইউনিয়ন পরিষদ ও রায়পুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। স্পিকার এ সময় স্থানীয় নারীদের সাথে কুশলাদি বিনিময় করেন।পরে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশে যোগ দেন এবং পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, দু’টি বিদ্যালয়ের একডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন সহ ২২ টি ব্রিজ, কালভার্টের উদ্বোধন করেন।

খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোমিনুল ইসলাম রনতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ও মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে রংপুর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতিএ কে এম ছায়াদাত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন। এসময় রংপুর জেলা আওয়ামী লীগ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া  উপস্থিত ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে ও অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জনগণ যখন এই উন্নয়নের সুবিধা ভোগ করেন এবং উন্নয়ন চিত্র উপলব্ধি করতে পারেন তখনই আসে উন্নয়নের স্বার্থকতা।’

আজ শনিবার তার নির্বাচনী এলাকা পীরগঞ্জের খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বঙ্গমাতা পরিষদ রংপুর এর সহযোগিতায় পীরগঞ্জ উপজেলার এসএসসি পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্পিকার বলেন, তথ্য প্রযুক্তির সাথে প্রান্তিক পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে সরকার ৪৫০০ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছে- যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি সেবা। এছাড়াও শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে প্রতিটি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব- যা তরুণ শিক্ষার্থীদের সংযুক্ত করবে বিশ্ব জ্ঞান ভান্ডারের সঙ্গে।

সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে প্রতিযোগিতার বিশ্বে মেধার স্বাক্ষর রাখতে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেধার কোন বিকল্প নেই- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৪৬ বছর পার হতে চলেছে সমৃদ্ধির পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করছে সরকার। সরকার ইতোমধ্যে ২০৪১ মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সামগ্রিক পরিকল্পনায় শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দেয়া হচ্ছে। সবার জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মিড ডে মিল চালু করা,মেয়েদের জন্য বিনাবেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার।’

এ পর্যায়ে স্পিকার পীরগঞ্জ উপজেলার এসএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে যাদের সংবর্ধনা দেওয়া হলো, ভবিষ্যতে যেন তাদেরকে আরো বড় সংবর্ধনা দেওয়া যায় ও তারা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।’

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টিমান নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করে বলেন মায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারলে সুস্থ্য সবল আগামী প্রজন্ম গঠন সম্ভব হবে। এছাড়াও  তিনি রায়পুর ইউনিয়ন পরিষদ ও রায়পুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। স্পিকার এ সময় স্থানীয় নারীদের সাথে কুশলাদি বিনিময় করেন।পরে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশে যোগ দেন এবং পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, দু’টি বিদ্যালয়ের একডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন সহ ২২ টি ব্রিজ, কালভার্টের উদ্বোধন করেন।

খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোমিনুল ইসলাম রনতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ও মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে রংপুর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতিএ কে এম ছায়াদাত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন। এসময় রংপুর জেলা আওয়ামী লীগ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া  উপস্থিত ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার।