ঢাকা , শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হয়তো একদিন আমরাও বিশ্বকাপ জিতব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিযোগিতার মধ্য থেকে উৎকর্ষ সাধন হবে। এখান থেকেই আমরা একসময় আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বকাপ খেলতে পারব। হয়তো একদিন আমরা বিশ্বকাপ জিততে পারব।

শুক্রবার (৯ জুন) বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় খেলাধুলার উপর আরও গুরুত্ব আরোপ করা প্রয়োজন যাতে এসব খেলাধুলার চর্চা বৃদ্ধি পায়। আমি চাই আমাদের শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকুক।

তিনি বলেন, খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক চর্চা আত্মবিশ্বাস, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে, পাশাপাশি জনগণকে হাসি-খুশি রাখে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা দেশের উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এসব স্টেডিয়ামগুলোতে সারা বছর খেলা যাবে।

তিনি আরও বলেন, রাজধানীর পূর্বাচলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবে সরকার। এখন পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা পদক্ষেপ নেব যেন ফুটবলসহ অন্যান্য খেলার জন্য আরেকটি স্টেডিয়াম তৈরি করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। ফাইনালে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে প্রথম টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইউনিয়ন ব্যাংক। চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধানমন্ত্রী।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হয়তো একদিন আমরাও বিশ্বকাপ জিতব: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিযোগিতার মধ্য থেকে উৎকর্ষ সাধন হবে। এখান থেকেই আমরা একসময় আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বকাপ খেলতে পারব। হয়তো একদিন আমরা বিশ্বকাপ জিততে পারব।

শুক্রবার (৯ জুন) বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় খেলাধুলার উপর আরও গুরুত্ব আরোপ করা প্রয়োজন যাতে এসব খেলাধুলার চর্চা বৃদ্ধি পায়। আমি চাই আমাদের শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকুক।

তিনি বলেন, খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক চর্চা আত্মবিশ্বাস, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে, পাশাপাশি জনগণকে হাসি-খুশি রাখে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা দেশের উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এসব স্টেডিয়ামগুলোতে সারা বছর খেলা যাবে।

তিনি আরও বলেন, রাজধানীর পূর্বাচলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবে সরকার। এখন পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা পদক্ষেপ নেব যেন ফুটবলসহ অন্যান্য খেলার জন্য আরেকটি স্টেডিয়াম তৈরি করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। ফাইনালে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে প্রথম টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইউনিয়ন ব্যাংক। চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধানমন্ত্রী।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।