দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দুই সচিব। জামালপুর-৫ আসনে নৌকার টিকিট পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ এবং সুনামগঞ্জ-৪ আসনে পিএসসির সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক।
জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মোজাফ্ফর হোসেনের স্থলে আবুল কালাম আজাদকে মনোনয়ন দিয়েছে দলটি। অন্যদিকে সুনামগঞ্জ-৪ আসনে বর্তমানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান রয়েছেন।
আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।