চরমপন্থী সর্বহারা আঞ্চলিক নেতা পরিচয়ে ডিসি সায়মা ইউনুসের কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে সন্তানদের হত্যার হুমকি দিয়েছে।
এ সময় চাঁদার টাকা না দিলে তার সন্তানদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।
জেলা প্রশাসক সায়মা ইউনুস গণমাধ্যমকে জানান, গতকাল রোববার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের দফতরে মিটিং শেষে তিনি ফিরছিলেন।
বেলা
২টা ৫৯ মিনিটে ব্যক্তিগত মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করেন। তিনি নিজেকে চরমপন্থী সংগঠন সর্বহারা দলের আঞ্চলিক নেতা মেজর জিয়া পরিচয় দেন।
এ সময় জেলা প্রশাসককে মেজর জিয়া বলেন, আমার দলের অনেক ছেলে কারাগারে। তাদের মুক্তির জন্য ৫০ লাখ টাকা দরকার। এরই মধ্যে ৪০ লাখ জোগাড় হয়েছে। বাকি ১০ লাখ আপনাকেই দিতে হবে।
কথার একপর্যায়ে হুমকি দিয়ে তিনি বলেন, চাঁদার এ পরিমাণ টাকা না দিলে বাড়িতে লোক পাঠিয়ে আপনার ছেলেমেয়েকে হত্যা করা হবে।
জেলা প্রশাসক বলেন, বিষয়টি ওইদিনই সন্ধ্যায় জেলা পুলিশ সুপার রশীদুল হাসানকে জানানো হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে ২০১৫ সালের ২৫ জুন যোগদান করেন সায়মা ইউনুস।