ভারত থেকেই নিখোঁজ হয়েছিল আওয়ামি লিগ নেতার ছেলে গুলশানে হামলাকারী জঙ্গিদের অন্যতম রোহান ইমতিয়াজ ওরফে নিব্রাস ইসলাম৷ ঢাকায় জঙ্গি হামলার ঘটনা এমনই চাঞ্চল্যকর মোড় নিল৷ প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের কোন শহর থেকে তিনি নিখোঁজ হয়েছেন?
সূত্রে প্রকাশ, রোহান তা বাবা মায়ের চিকিৎসার জন্য ভারতে এসেছিল৷ তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি৷ বেশিরভাগ বাংলাদেশি নাগরিক চিকিৎসার
জন্য কলকাতায় যান৷ তারা থাকেন কলকাতার আশেপাশে ও শহরতলির বিভিন্ন এলাকায়৷ তাহলে কি রোহান কলকাতা থেকেই নিরুদ্দেশ হয়েছেন? উঠতে শুরু করেছে এমনই প্রশ্ন৷
অনেক বাংলাদেশি আবার চিকিৎসা করাতে চেন্নাই ও মুম্বাই যান৷ সেখান থেকেই কি নিখোঁজ হয়েছেন রোহান? উঠতে থাকে এমন প্রশ্নও৷ গুলশানের ঘাতক হিসেবে চিহ্নিত রোহান আওয়ামি লিগের গুরুত্বপূর্ণ নেতা ইমতিয়াজ খান বাবুলের ছেলে৷ তিনি ঢাকা মহানগর আওয়ামি লিগের যুব ও ক্রীড়া সম্পাদক৷
একইসঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চ পদস্থ কর্মকর্তা৷ জঙ্গি হিসেবে ছেলের ছবি প্রকাশ হয়ে যাওয়ার বিষয়ে তিনি নীরব৷ অন্যদিকে আওয়ামি লিগেরই অপর গুরুত্বপূর্ণ নেতা মুকুল চৌধুরীর দাবি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে তথ্য দেয়া সাইট ইন্টেলিজেন্স গ্রুপ যে জঙ্গিদের ছবি প্রকাশ করেছে তাদেরই একজন রোহান৷-কলকাতা২৪