বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় আব্দুল্লাপুর ইউনিয়নের দুটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।
আজ শনিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের কাদিরপুর এস. এম নাথ উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় ও আব্দুল্লাপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো-কাদিরপুর এস. এম নাথ উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় ও আব্দুল্লাপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার্বিক উন্নয়ন) মোঃ মহিউদ্দিন খান, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম জেমস, কিশোরগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ তাজরুল ইসলাম, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী পরিষদ মিঠামইন শাখার সভাপতি মোঃ শাহজাহান মিয়া, আব্দুল্লাপুর-খয়েরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুক্তার খান। উক্ত অনুষ্ঠানের সভা পরিচালনা করেন বৈরাটী হাইস্কুলের প্রধান শিকক্ষ তাইজ উদ্দিন খান।