ঢাকা , রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচিত চেয়ারম্যানের ভোটার তালিকায় নাম নেই

জনক চন্দ্র অধিকারী বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান হলেও ইউনিয়নের ভোটার তালিকায় কোথাও তার নাম খুঁজে পাওয়া যায়নি। এমনকি উপজেলার কোথাও ভোটার হিসেবেও তার নাম নেই। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ বছরের সংশোধিত ভোটার তালিকায় নাম না পেয়ে ঢাকায় নির্বাচন কমিশনে আবেদন করেন ওই ইউপি চেয়ারম্যান। আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন হতে তার নাম সংযোজন করে গত ৪মে একটি স্মারক এসেছে বলে উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে। জেলার বীরগঞ্জের শিবরামপুর ইউপি চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী সাংবাদিকদের জানান, এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমি। এর আগেও এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম। নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপে নির্বাচনী তফসিল অনুযায়ী পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি। সেই লক্ষ্যে গত ৩মে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে দেখি ভোটার তালিকায় কোথাও আমার নাম নেই। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. শামসুল আযমের দৃষ্টি আর্কষণ করি। উনারা কোন উত্তর দিতে পারেননি। পরে নিরুপায় হয়ে ঢাকা নির্বাচন কমিশন অফিস বরাবরে আবেদন করি। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হতে নাম বাদ দেওয়া ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। তবে যদি নির্বাচন অফিসের লোকজন তার বিরুদ্ধে চলে যায় এ কারণে তিনি বিষয় নিয়ে বাড়াবাড়ি করেননি। বীরগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার মো. শামসুল আযম সাংবাদিকদের জানান, কম্পিউটার বিভ্রাষ্টের কারণে এমনটি ঘটেছে। উনার বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে উনার আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন হতে উনার নাম সংযোজন করে ৪মে একটি স্মারক আমাদের কাছে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নির্বাচিত চেয়ারম্যানের ভোটার তালিকায় নাম নেই

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬

জনক চন্দ্র অধিকারী বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান হলেও ইউনিয়নের ভোটার তালিকায় কোথাও তার নাম খুঁজে পাওয়া যায়নি। এমনকি উপজেলার কোথাও ভোটার হিসেবেও তার নাম নেই। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ বছরের সংশোধিত ভোটার তালিকায় নাম না পেয়ে ঢাকায় নির্বাচন কমিশনে আবেদন করেন ওই ইউপি চেয়ারম্যান। আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন হতে তার নাম সংযোজন করে গত ৪মে একটি স্মারক এসেছে বলে উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে। জেলার বীরগঞ্জের শিবরামপুর ইউপি চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী সাংবাদিকদের জানান, এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমি। এর আগেও এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম। নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপে নির্বাচনী তফসিল অনুযায়ী পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি। সেই লক্ষ্যে গত ৩মে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে দেখি ভোটার তালিকায় কোথাও আমার নাম নেই। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. শামসুল আযমের দৃষ্টি আর্কষণ করি। উনারা কোন উত্তর দিতে পারেননি। পরে নিরুপায় হয়ে ঢাকা নির্বাচন কমিশন অফিস বরাবরে আবেদন করি। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হতে নাম বাদ দেওয়া ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। তবে যদি নির্বাচন অফিসের লোকজন তার বিরুদ্ধে চলে যায় এ কারণে তিনি বিষয় নিয়ে বাড়াবাড়ি করেননি। বীরগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার মো. শামসুল আযম সাংবাদিকদের জানান, কম্পিউটার বিভ্রাষ্টের কারণে এমনটি ঘটেছে। উনার বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে উনার আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন হতে উনার নাম সংযোজন করে ৪মে একটি স্মারক আমাদের কাছে এসেছে।