ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় আফরোজা খাতুন ওরফে রেশমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের আরিফ ইসলামের মেয়ে এবং তজবীজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার রাত ৮টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবীজপুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই অ্যাম্বুলেন্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটের দিকে নানীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে চৌগাছা-কোটচাঁদপুর সড়ক হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স (যার নম্বর-ঢাকা মেট্রো-ছ-৭১-০৪৮৪) আফরোজাকে ধাক্কা ও চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে পথচারিরা তাকে উদ্ধার করে ওই অ্যম্বলেন্সে করেই দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮.৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে চালক চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে রাস্তার পাশেই একটি ট্রাকে পেয়ারা (ঢাকায় নেয়ার জন্য) লোড হচ্ছিলো। ট্রাকটি রাস্তাকে আড়াল করে রাখায় শিশুটি ও অ্যাম্বুলেন্স চালক কেউই কাউকে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

যশোরের চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় আফরোজা খাতুন ওরফে রেশমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের আরিফ ইসলামের মেয়ে এবং তজবীজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার রাত ৮টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবীজপুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই অ্যাম্বুলেন্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটের দিকে নানীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে চৌগাছা-কোটচাঁদপুর সড়ক হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স (যার নম্বর-ঢাকা মেট্রো-ছ-৭১-০৪৮৪) আফরোজাকে ধাক্কা ও চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে পথচারিরা তাকে উদ্ধার করে ওই অ্যম্বলেন্সে করেই দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮.৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে চালক চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে রাস্তার পাশেই একটি ট্রাকে পেয়ারা (ঢাকায় নেয়ার জন্য) লোড হচ্ছিলো। ট্রাকটি রাস্তাকে আড়াল করে রাখায় শিশুটি ও অ্যাম্বুলেন্স চালক কেউই কাউকে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।