ঢাকা , বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলপুরে অপহৃত শিশু উদ্ধার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে অপহরণ হওয়া আকিবুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আকিবুল স্থানীয় উদয়ন কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে তাকে উদ্ধার করে থানা পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই স্কুলছাত্রকে একটি অপহরণকারী চক্র মোটরসাইকেলে করে শেরপুরের দিকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আকিবুলের বাবা ব্যবসায়ী এনামুল হকের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

এ সময় তিনি তাদের ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে ফুলপুর থানায় অবহিত করেন। বিষয়টি জানার পর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। এক পর্যায়ে অপহরণকারীরা শিশু আকিবুলকে সন্ধ্যা সাড়ে আটটার দিকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভাইটকান্দি মোড়ে রেখে যায়।

পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে ফুলপুর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফুলপুরে অপহৃত শিশু উদ্ধার

আপডেট টাইম : ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে অপহরণ হওয়া আকিবুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আকিবুল স্থানীয় উদয়ন কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে তাকে উদ্ধার করে থানা পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই স্কুলছাত্রকে একটি অপহরণকারী চক্র মোটরসাইকেলে করে শেরপুরের দিকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আকিবুলের বাবা ব্যবসায়ী এনামুল হকের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

এ সময় তিনি তাদের ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে ফুলপুর থানায় অবহিত করেন। বিষয়টি জানার পর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। এক পর্যায়ে অপহরণকারীরা শিশু আকিবুলকে সন্ধ্যা সাড়ে আটটার দিকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভাইটকান্দি মোড়ে রেখে যায়।

পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে ফুলপুর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।