ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাতই যখন মৌচাক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মৌমাছি থেকে অনেকেই দূরে থাকতে চায়। কারণ এটি হুল ফোটাতে পারে। মৌচাকের জন্য প্রয়োজন রানী মৌমাছির। তাই রানী মৌমাছিকে মুঠোর মধ্যে রেখে হাতেই আস্ত মৌচাক বানিয়ে ফেলেছে এক তরুণ। এমন মৌচাক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ডমিনিকান রিপাবলিকানের এক যুবকের হাত মৌমাছি দ্বারা আবৃত। তার বাম হাতজুড়ে অসংখ্য মৌমাছি বসে রয়েছে। খবর ডেইলি মেইল

ওই যুবক বলেন যে, এসব মৌমাছি তাকে হুল ফোটাবে না। কারণ তার মুঠির মধ্যে রানী মৌমাছি রয়েছে। রানী মৌমাছির কারণে এসব সাধারণ মৌমাছি ভিড় জমিয়েছে। ওই যুবক জানান, হাত থেকে তিনি রানী মৌমাছিকে বাক্সে রাখেন।

ওই যুবকের কাছে জানতে চাওয়া হয় যে মৌমাছি তাকে কামড়াবে কি না। জবাবে ওই যুবক বলেন, তারা তার মালিককে চেনে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হাতই যখন মৌচাক

আপডেট টাইম : ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মৌমাছি থেকে অনেকেই দূরে থাকতে চায়। কারণ এটি হুল ফোটাতে পারে। মৌচাকের জন্য প্রয়োজন রানী মৌমাছির। তাই রানী মৌমাছিকে মুঠোর মধ্যে রেখে হাতেই আস্ত মৌচাক বানিয়ে ফেলেছে এক তরুণ। এমন মৌচাক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ডমিনিকান রিপাবলিকানের এক যুবকের হাত মৌমাছি দ্বারা আবৃত। তার বাম হাতজুড়ে অসংখ্য মৌমাছি বসে রয়েছে। খবর ডেইলি মেইল

ওই যুবক বলেন যে, এসব মৌমাছি তাকে হুল ফোটাবে না। কারণ তার মুঠির মধ্যে রানী মৌমাছি রয়েছে। রানী মৌমাছির কারণে এসব সাধারণ মৌমাছি ভিড় জমিয়েছে। ওই যুবক জানান, হাত থেকে তিনি রানী মৌমাছিকে বাক্সে রাখেন।

ওই যুবকের কাছে জানতে চাওয়া হয় যে মৌমাছি তাকে কামড়াবে কি না। জবাবে ওই যুবক বলেন, তারা তার মালিককে চেনে।