৩ জিম্মিকে হামাস মুক্তি দেওয়ার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েল। আজ রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজায় স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিট থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে নেতানিয়াহুর কার্যালয় থেকে নিশ্চিত হওয়া গেছে।
যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী কাতার। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, তিন জিম্মির নাম ইসরায়েলি পক্ষের কাছে হস্তান্তর করার পর যুদ্ধবিরতি শুরু হয়েছে। তারা ইসরায়েল, রোমানিয়া ও ব্রিটেনের নাগরিক।
১৫ মাস যুদ্ধের পর ইসরায়েল ও হামাস গত বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রথম ধাপের যুদ্ধবিরতি ৪২ দিনের। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ১ হাজার ৮৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল।