ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর

গাজায় বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ থেকে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) এই চুক্তি কার্যকর হবে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে শনিবার দীর্ঘ ৮ ঘণ্টা ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনার পর যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে।

যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের সামান্য যা কিছু অবশিষ্ট রয়েছে, তা গুছিয়ে নিয়ে নিজেদের পুরোনো বসতবাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

চুক্তি অনুযায়ী রোববার সকাল থেকে যুদ্ধবিরতি এবং বিকেল ৪টায় শুরু হবে বন্দিবিনিময়। প্রথম দফায় রোববার বিকেলে ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর প্রতি সপ্তাহে তিনজন করে বাকি ৩০ জিম্মি মুক্তি পাবে। এভাবে তিন দফায় বাকিসব জিম্মিকে মুক্তি দেবে হামাস।

অন্যদিকে প্রথম দফায় ২৪ দিনে মুক্তি পাবেন ১৯০৪ ফিলিস্তিনি। এর মধ্য ৭৩৭ জন কয়েদি এবং জিজ্ঞাসাবাদের নামে গণহারে আটক করা ১১৬৭ জন ফিলিস্তিনি।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়।

তবে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একটি পরিবারের অন্তত পাঁচ সদস্য মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে

গাজায় বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ থেকে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) এই চুক্তি কার্যকর হবে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে শনিবার দীর্ঘ ৮ ঘণ্টা ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনার পর যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে।

যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের সামান্য যা কিছু অবশিষ্ট রয়েছে, তা গুছিয়ে নিয়ে নিজেদের পুরোনো বসতবাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

চুক্তি অনুযায়ী রোববার সকাল থেকে যুদ্ধবিরতি এবং বিকেল ৪টায় শুরু হবে বন্দিবিনিময়। প্রথম দফায় রোববার বিকেলে ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর প্রতি সপ্তাহে তিনজন করে বাকি ৩০ জিম্মি মুক্তি পাবে। এভাবে তিন দফায় বাকিসব জিম্মিকে মুক্তি দেবে হামাস।

অন্যদিকে প্রথম দফায় ২৪ দিনে মুক্তি পাবেন ১৯০৪ ফিলিস্তিনি। এর মধ্য ৭৩৭ জন কয়েদি এবং জিজ্ঞাসাবাদের নামে গণহারে আটক করা ১১৬৭ জন ফিলিস্তিনি।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়।

তবে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একটি পরিবারের অন্তত পাঁচ সদস্য মারা গেছেন।