ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে বন্য হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আবারও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মনিরুল ইসলাম হাতির মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় বনকর্মীরা একটি হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান।

স্ত্রী জাতের এই হাতির বয়স আনুমানিক ১৫ বছরের মতো।মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে দু-এক দিন আগে পড়ে গিয়ে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এর আগে, চলতি বছরের ৫ জানুয়ারি বাচ্চা প্রসবের সময় টেকনাফের হোয়াইক্যং বনবিটে একটি মা হাতির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছরের ১৬ আগস্ট উপজেলার বাহারছড়া ইউনিয়নে নোয়াখালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

টেকনাফে বন্য হাতির মৃত্যু

আপডেট টাইম : ৪৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আবারও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মনিরুল ইসলাম হাতির মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় বনকর্মীরা একটি হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান।

স্ত্রী জাতের এই হাতির বয়স আনুমানিক ১৫ বছরের মতো।মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে দু-এক দিন আগে পড়ে গিয়ে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এর আগে, চলতি বছরের ৫ জানুয়ারি বাচ্চা প্রসবের সময় টেকনাফের হোয়াইক্যং বনবিটে একটি মা হাতির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছরের ১৬ আগস্ট উপজেলার বাহারছড়া ইউনিয়নে নোয়াখালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়।