ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনার শিকার শাওন

দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৭ জানুয়ারি) বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই আহত হয়েছেন অভিনেত্রী। বিষয়টি নিজেই জানিয়েছেন শাওন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার প্রসঙ্গে শাওন জানান, পুত্র নিষাদকে নিয়ে নিউমার্কেটে গিয়েছিলেন তিনি। ফেরার সময় ঘটে দুর্ঘটনা। শাওনের ভাষায়, “কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত এক অটোরিকশা! কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় সজোরে ধাক্কা দিলেন। পেছনের চাকা আমার বাঁ পায়ের ওপর দিয়ে চলে গেল।

পরের ঘটনা উল্লেখ করে শাওন লেখেন, ‘টেসলার চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশেপাশে থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’

নিজের শরীরের বর্তমান আপডেট জানিয়ে শাওন বলেছেন, ‘পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি।

তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সড়ক দুর্ঘটনার শিকার শাওন

আপডেট টাইম : এক ঘন্টা আগে
দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৭ জানুয়ারি) বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই আহত হয়েছেন অভিনেত্রী। বিষয়টি নিজেই জানিয়েছেন শাওন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার প্রসঙ্গে শাওন জানান, পুত্র নিষাদকে নিয়ে নিউমার্কেটে গিয়েছিলেন তিনি। ফেরার সময় ঘটে দুর্ঘটনা। শাওনের ভাষায়, “কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত এক অটোরিকশা! কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় সজোরে ধাক্কা দিলেন। পেছনের চাকা আমার বাঁ পায়ের ওপর দিয়ে চলে গেল।

পরের ঘটনা উল্লেখ করে শাওন লেখেন, ‘টেসলার চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশেপাশে থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’

নিজের শরীরের বর্তমান আপডেট জানিয়ে শাওন বলেছেন, ‘পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি।

তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।