ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুমির সুর-সংগীতে সুমেলের গান

অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র ‘দুনিয়া’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ‘চিরকুট’ ব্যান্ডের সংগীতায়োজনে গানটি গেয়েছিলেন শারমিন সুলতানা সুমি ও পিন্টু ঘোষ। এবার অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ছবিতে দুটি গান করেছেন সুমি। রবিবার প্রকাশিত হয়েছে প্রথমটি—‘কোন লাটাই’।

গেয়েছেন সুমেল চৌধুরী। এবারই প্রথম চিরকুটের বাইরের কোনো শিল্পী গাইলেন সুমির সুর-সংগীতে। সুমি বলেন, ‘সুমেল দারুণ গেয়েছেন। আমি আসলে চিরকুটের বাইরে কিছু ভাবতে পারি না।
শ্রোতাদের জানাচ্ছি, এই ছবির পরের গানেই চিরকুটকে পাবেন।’
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সুমির সুর-সংগীতে সুমেলের গান

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র ‘দুনিয়া’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ‘চিরকুট’ ব্যান্ডের সংগীতায়োজনে গানটি গেয়েছিলেন শারমিন সুলতানা সুমি ও পিন্টু ঘোষ। এবার অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ছবিতে দুটি গান করেছেন সুমি। রবিবার প্রকাশিত হয়েছে প্রথমটি—‘কোন লাটাই’।

গেয়েছেন সুমেল চৌধুরী। এবারই প্রথম চিরকুটের বাইরের কোনো শিল্পী গাইলেন সুমির সুর-সংগীতে। সুমি বলেন, ‘সুমেল দারুণ গেয়েছেন। আমি আসলে চিরকুটের বাইরে কিছু ভাবতে পারি না।
শ্রোতাদের জানাচ্ছি, এই ছবির পরের গানেই চিরকুটকে পাবেন।’