ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ‘আগামী ৪৮ ঘণ্টায় ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস’ বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ চাকরিচ্যুত বিডিআির সদস্যদের পুনর্বহালের দাবিতে কর্মসূচি পিলখানা হত্যাকান্ডে সম্পৃক্ত জওয়ানরা এখনও বেপরোয়া বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক ৯ এপ্রিল জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচ আয়োজনে কোনো অসুবিধা নেই নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে: সিইসি ফিলিস্তিনের পশুরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলি বর্বরতা থেকে অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা

চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস

দেশে আজ আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে চারটি। শুধু তা-ই নয়, এপ্রিল মাসেই সাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে সর্বোচ্চ তিনটি তীব্র কালবৈশাখীর আভাস।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৭ মার্চ অনুষ্ঠিত আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এসব তথ্য জানানো হয়।

মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হবে। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে বেশি। এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মূলত তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

সেই হিসাবে মাসিক তাপপ্রবাহের সম্ভাবনায় বলা হয়েছে, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে দেশে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এপ্রিলের ১৩ তারিখে শেষ হয়ে যাচ্ছে চৈত্র মাস। মার্চের প্রায় অর্ধেক মাস বৈশাখ। এ মাসে সর্বোচ্চ তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কার পূর্বাভাস রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ‘আগামী ৪৮ ঘণ্টায় ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস’

চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

দেশে আজ আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে চারটি। শুধু তা-ই নয়, এপ্রিল মাসেই সাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে সর্বোচ্চ তিনটি তীব্র কালবৈশাখীর আভাস।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৭ মার্চ অনুষ্ঠিত আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এসব তথ্য জানানো হয়।

মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হবে। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে বেশি। এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মূলত তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

সেই হিসাবে মাসিক তাপপ্রবাহের সম্ভাবনায় বলা হয়েছে, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে দেশে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এপ্রিলের ১৩ তারিখে শেষ হয়ে যাচ্ছে চৈত্র মাস। মার্চের প্রায় অর্ধেক মাস বৈশাখ। এ মাসে সর্বোচ্চ তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কার পূর্বাভাস রয়েছে।