ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ‘আগামী ৪৮ ঘণ্টায় ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস’ বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ চাকরিচ্যুত বিডিআির সদস্যদের পুনর্বহালের দাবিতে কর্মসূচি পিলখানা হত্যাকান্ডে সম্পৃক্ত জওয়ানরা এখনও বেপরোয়া বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক ৯ এপ্রিল জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচ আয়োজনে কোনো অসুবিধা নেই নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে: সিইসি ফিলিস্তিনের পশুরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলি বর্বরতা থেকে অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা

জাতি আর মৃত্যুর জানাজা পাঠ করতে প্রস্তুত নয়

ক্ষমতার ছায়ায় ক্ষমা পেলেও পালা পরিবর্তনে শ্রমজীবী মানুষের প্রতি ফোঁটা রক্তের হিসাব নেবে জনগণ বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটনেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।

রোববার বিকেলে আসাদগেটের দলীয় কার্যালয়ে রানা প্লাজা ট্র্যাজেডির-৩ বছরেও ইনসাফ মেলেনি শীর্ষক আলোচনা সভায় তিনি  এ মন্তব্য করেন।

জাগপা মজদুর লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শফিউল আলম বলেন, স্বাধীন চেতা জাতি আর মৃত্যুর জানাজা পাঠ করতে প্রস্তুত নয়।  কবরেরও ঘুম ভাঙে এমন আওয়াজ শুনতে চায় জনগণ।  রানা প্লাজা ট্র্যাজেডিস্থলে নির্মিত হবে শহীদদের স্মরণে এক স্মৃতিসৌধ।  সেই স্মৃতিসৌধ জানান দেবে এক ভয়ঙ্কর


দানবীয় শাসনে হাজার হাজার শ্রমিককে লাশ হতে হয়েছে।  বিচারের বাণী চিৎকার করে কেঁদেছিল কিন্তু বিচার মেলেনি।

তিনি বলেন, ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের ৩ বছরেও বিচার ও ইনসাফ জনগণ পায়নি।  এদেশে ট্রেজারি লুট হয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ রানা প্লাজার শ্রমিকদের কান্না থামে না।

শফিউল আলম বলেন, অনেকে নিখোঁজ, অনেকে পঙ্গু, অনেকে মানসিক রোগী, কী অপরাধ করেছিল এদেশের মানুষ?

তিনি বলেন, ইমরান সরকারের ভাষায়- নেতানেত্রীর পরিবার-পরিজন ছাড়া এদেশের কেউ বিচার পায় না।  দেশের সম্পদ লুট করে কারা- আর মামলার আসামি হন স্বনামধন্য সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান।  পিলখানায় অফিসারদের হত্যা করল কারা আর ফাঁসিতে ঝুলতে হচ্ছে কাদের।

জাগপা মজদুর লীগের আহ্বায়ক শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মজদুর লীগ নেতা মো. মুছা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, জাগপার সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সহ-সভাপতি সাইদুজ্জামান কবির, মাহিদুর রহমান বাবলা, যুগ্ম-সম্পাদক ইব্রাহীম জুয়েল, ঢাকা মহানগর যুব জাগপা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের নগর সাধারণ সম্পাদক ফয়সাল অরণ্য প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ‘আগামী ৪৮ ঘণ্টায় ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস’

জাতি আর মৃত্যুর জানাজা পাঠ করতে প্রস্তুত নয়

আপডেট টাইম : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬

ক্ষমতার ছায়ায় ক্ষমা পেলেও পালা পরিবর্তনে শ্রমজীবী মানুষের প্রতি ফোঁটা রক্তের হিসাব নেবে জনগণ বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটনেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।

রোববার বিকেলে আসাদগেটের দলীয় কার্যালয়ে রানা প্লাজা ট্র্যাজেডির-৩ বছরেও ইনসাফ মেলেনি শীর্ষক আলোচনা সভায় তিনি  এ মন্তব্য করেন।

জাগপা মজদুর লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শফিউল আলম বলেন, স্বাধীন চেতা জাতি আর মৃত্যুর জানাজা পাঠ করতে প্রস্তুত নয়।  কবরেরও ঘুম ভাঙে এমন আওয়াজ শুনতে চায় জনগণ।  রানা প্লাজা ট্র্যাজেডিস্থলে নির্মিত হবে শহীদদের স্মরণে এক স্মৃতিসৌধ।  সেই স্মৃতিসৌধ জানান দেবে এক ভয়ঙ্কর


দানবীয় শাসনে হাজার হাজার শ্রমিককে লাশ হতে হয়েছে।  বিচারের বাণী চিৎকার করে কেঁদেছিল কিন্তু বিচার মেলেনি।

তিনি বলেন, ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের ৩ বছরেও বিচার ও ইনসাফ জনগণ পায়নি।  এদেশে ট্রেজারি লুট হয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ রানা প্লাজার শ্রমিকদের কান্না থামে না।

শফিউল আলম বলেন, অনেকে নিখোঁজ, অনেকে পঙ্গু, অনেকে মানসিক রোগী, কী অপরাধ করেছিল এদেশের মানুষ?

তিনি বলেন, ইমরান সরকারের ভাষায়- নেতানেত্রীর পরিবার-পরিজন ছাড়া এদেশের কেউ বিচার পায় না।  দেশের সম্পদ লুট করে কারা- আর মামলার আসামি হন স্বনামধন্য সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান।  পিলখানায় অফিসারদের হত্যা করল কারা আর ফাঁসিতে ঝুলতে হচ্ছে কাদের।

জাগপা মজদুর লীগের আহ্বায়ক শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মজদুর লীগ নেতা মো. মুছা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, জাগপার সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সহ-সভাপতি সাইদুজ্জামান কবির, মাহিদুর রহমান বাবলা, যুগ্ম-সম্পাদক ইব্রাহীম জুয়েল, ঢাকা মহানগর যুব জাগপা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের নগর সাধারণ সম্পাদক ফয়সাল অরণ্য প্রমুখ।