ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৩ মিনিটে এমবাপ্পের চার গোল, যা বললেন নেইমার

বাঙালী কণ্ঠ নিউজঃ অলিম্পিক লিওঁকে রবিবার নিজেদের মাঠে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পিএসজি। যেখানে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন চার গোল। তাও আর মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তাকে ‘ফেনোমেনন’ উপাধি দিয়েছেন সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ম্যাচ শেষে সতীর্থ এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ নেইমার বলেন, ‘আমাদের বন্ধুত্ব অনেক গভীর তাই সে যখন গোল করে খুবই আনন্দ হয়। যখন সে এভাবে খেলে এবং আরও অনেক ম্যাচে আমি তাকে সহয়তা করতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘কিলিয়ানের সঙ্গে নেতৃত্ব ভাগাভাগি? অবশ্যই, আমি আমার মূল্য জানি। আমি জানি আমার দায়িত্ব কি কিন্তু আমাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে যারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। কিলিয়ান তাদের একজন, সে নেতা এবং পুরো দল তাকে সম্মান করে। সে যখনই কিছু বলার জন্য মুখ খুলে, তার বয়স যাই হোক না কেন, আমরা গুরুত্ব দিয়ে শুনি।’

নেইমার বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাই। সে আরও বেশি গোল করতে পারত। আমার জন্য সে “ফেনোমেনন”। আমি চাই এটা আরও অনেক বছর চলুক কারণ ফুটবল তাকে ধন্যবাদ দেবে।’

উল্লেখ্য, এদিন ম্যাচের প্রথম গোলটিও এসেছে এমবাপ্পের কল্যাণে। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। পেনাল্টি থেকে এই গোল আদায় করে নেন নেইমার। বাকি সময়টা শুধুই এমবাপ্পের একক গোল প্রদর্শনী হয়ে রইল। বিরতির পর মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে চার গোল করেন এই বিশ্বকাপজয়ী তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

১৩ মিনিটে এমবাপ্পের চার গোল, যা বললেন নেইমার

আপডেট টাইম : ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ অলিম্পিক লিওঁকে রবিবার নিজেদের মাঠে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পিএসজি। যেখানে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন চার গোল। তাও আর মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তাকে ‘ফেনোমেনন’ উপাধি দিয়েছেন সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ম্যাচ শেষে সতীর্থ এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ নেইমার বলেন, ‘আমাদের বন্ধুত্ব অনেক গভীর তাই সে যখন গোল করে খুবই আনন্দ হয়। যখন সে এভাবে খেলে এবং আরও অনেক ম্যাচে আমি তাকে সহয়তা করতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘কিলিয়ানের সঙ্গে নেতৃত্ব ভাগাভাগি? অবশ্যই, আমি আমার মূল্য জানি। আমি জানি আমার দায়িত্ব কি কিন্তু আমাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে যারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। কিলিয়ান তাদের একজন, সে নেতা এবং পুরো দল তাকে সম্মান করে। সে যখনই কিছু বলার জন্য মুখ খুলে, তার বয়স যাই হোক না কেন, আমরা গুরুত্ব দিয়ে শুনি।’

নেইমার বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাই। সে আরও বেশি গোল করতে পারত। আমার জন্য সে “ফেনোমেনন”। আমি চাই এটা আরও অনেক বছর চলুক কারণ ফুটবল তাকে ধন্যবাদ দেবে।’

উল্লেখ্য, এদিন ম্যাচের প্রথম গোলটিও এসেছে এমবাপ্পের কল্যাণে। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। পেনাল্টি থেকে এই গোল আদায় করে নেন নেইমার। বাকি সময়টা শুধুই এমবাপ্পের একক গোল প্রদর্শনী হয়ে রইল। বিরতির পর মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে চার গোল করেন এই বিশ্বকাপজয়ী তারকা।