রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাঁচুরিয়া সড়কের শান্তিনগর নামক এলাকায় বাবা-মায়ের কাছে তিন দিন আগে আবদার করে কেনা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কামালদিয়া থেকে ভাণ্ডারিয়া বাজারের সড়কে আলীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মণ্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)। তারা দুই বন্ধু।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন আলীপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য আব্দুল আলিম।
তিনি বলেন, সোহাগ আমার আপন ভাতিজা। মঙ্গলবার আনুমানিক ভোর ৬টার দিকে রাজন বাড়ি থেকে তার তিন দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে বন্ধু সোহাগের সঙ্গে বের হন। তবে কি কারণে তারা বাড়ি থেকে কেন বের হয়েছেন, সেটি আমরা জানতে পারি নেই। তবে বাড়ির দিকে ফেরার সময় রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছেন।
সদর থানার ওসি ইফতেখারুর আলম জানান, সকালে কামালদিয়া-ভাণ্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়।