ঢাকা , শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ ও ইমামের, হাসপাতালে ৮

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী পুলিশের এক এসআই ও মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এসময় ৮ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের চড়াইকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে খোকসা যাওয়ার পথে চড়াইকোল এলাকায় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ১০ জন আহত হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় এসআই শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম মনির উদ্দিনের মৃত্যু হয়। এসআই শহিদুল ইসলাম দৌলতপুর থানায় কর্মরত ছিলেন এবং ইমাম মনির উদ্দিন তেবাড়িয়া মসজিদের ইমাম ছিলেন বলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিশ্চিত করেন। আহতদের মধ্যে ৮ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ ও ইমামের, হাসপাতালে ৮

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী পুলিশের এক এসআই ও মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এসময় ৮ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের চড়াইকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে খোকসা যাওয়ার পথে চড়াইকোল এলাকায় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ১০ জন আহত হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় এসআই শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম মনির উদ্দিনের মৃত্যু হয়। এসআই শহিদুল ইসলাম দৌলতপুর থানায় কর্মরত ছিলেন এবং ইমাম মনির উদ্দিন তেবাড়িয়া মসজিদের ইমাম ছিলেন বলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিশ্চিত করেন। আহতদের মধ্যে ৮ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।