ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় হামলা, চেয়ার ভাঙচুর

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি কর্মী সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালিসা সোনাপুর এলাকায় কর্মী সভার আয়োজন করে বসন্তপুর ইউনিয়ন বিএনপি। নেতাকর্মীরা নামাজ পড়তে গেলে হামলাকারীরা সভার মঞ্চে উঠে চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। এ ঘটনার ফলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাম্মুদ হাসান কাজল বলেন, রায়হানের নেতৃত্বে এটি পরিকল্পিত হামলা। আমাদের কার্যক্রম ব্যাহত করতেই এই আক্রমণ চালানো হয়েছে।

অভিযুক্ত রায়হান বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। এটি আমাকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট অভিযোগ।’

রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজবাড়ীতে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় হামলা, চেয়ার ভাঙচুর

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি কর্মী সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালিসা সোনাপুর এলাকায় কর্মী সভার আয়োজন করে বসন্তপুর ইউনিয়ন বিএনপি। নেতাকর্মীরা নামাজ পড়তে গেলে হামলাকারীরা সভার মঞ্চে উঠে চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। এ ঘটনার ফলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাম্মুদ হাসান কাজল বলেন, রায়হানের নেতৃত্বে এটি পরিকল্পিত হামলা। আমাদের কার্যক্রম ব্যাহত করতেই এই আক্রমণ চালানো হয়েছে।

অভিযুক্ত রায়হান বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। এটি আমাকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট অভিযোগ।’

রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।