বাঙালী কণ্ঠ নিউজঃ অল্প কয়েকদিন আগেই মাঠ থেকে ঘরে উঠেছে আমন ধান। এখন সেই জমিতেই শোভা পাচ্ছে হলুদ বরণ সরিষা ফুল। বাতাস ঢেউ তুলছে সেই হলুদের বুকে। শীতের সকালে শিশির ভেজা ফসলের মাঠের এমন সৌন্দর্য দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের বোদা উপজেলার ধনীপাড়ার।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৌসুমটা এখন সরিষার। তাই গ্রামের মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে। হলুদে ছেয়ে গেছে আদিগন্ত ফসলের ক্ষেত। মাঠজুড়ে তাই ফুলের মধু আহরণে ব্যস্ত মৌমাছির গুনগুনিয়ে ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে।
শীতের সকালে মাঠজুড়ে শর্ষে ফুলের হলুদ চাদরের মোহনীয় দৃশ্য উপভোগ করতে আলো ফোটার আগেই ফসলের মাঠের উদ্দেশে যাওয়া। তখন সকাল সাড়ে ৬টা। হিম কুয়াশায় মোড়ানো শর্ষের ক্ষেত নয়ন জুড়িয়ে দেয়।
বেলা তখন ৭টা। ঘোর-লাগা কুয়াশা অনেকখানিই বিদায় নিয়ে সূর্য উঁকি দিচ্ছে পুব আকাশে। দুই চোখ হলুদাভ উজ্জ্বল রঙে ডুবে গেলো। যেন তেন হলুদ নয়, একবারে স্বর্ণাভ হলুদ। সরিষা ক্ষেতের সেই হলুদ রং যেন আকাশে মিশেছে, সঙ্গে কচি সরষে ফুল দুলছে উত্তুরে হাওয়ায়।
ধীরে ধীরে সরিষা ক্ষেতের দিকে এগিয়ে যেতে যেতে চোখ জুড়িয়ে যায়। নাকে আসতে থাকে সরিষার সৌরভ। সেই সৌরভে রয়েছে ভিন্ন ধরনের এক মাদকতা। সম্ভবত সেই মাদকতার কারণেই মৌমাছিরা ভিড় জমায়।