বাঙালী কণ্ঠ নিউজঃ রায়পুরা-বারৈচা প্রধান সড়কে বোয়ালমালমারায় রাস্তার দুই পাশে অর্ধ শতাধিক বড় উঁচু বিভিন্ন প্রজাতির গাছ মরে শুকিয়ে দাঁড়িয়ে আছে। সামান্য বাতাস ও ঝড় হলেই গাছের ঢালপালা ভেঙে পড়ে আহত হচ্ছেন পথচারীরা।
পথচারীরা জানান, কালবৈশাখী ঝড়ে প্রায়ই চলন্ত অটোবাইক, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের উপর শুকনো গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শুকনো গাছগুলোর কথা শুনেছি। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।