বাঙালী কণ্ঠ নিউজঃ বৈশাখের শুরু থেকেই দেশের বিভিন্ন উপজেলার মাঠে বোরো ধান কাটছেন আবহমান বাংলার কৃষকরা। প্রতিবার ধান কাটার মৌসুম এলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভাসমান কৃষকরা বাড়তি উপার্জনের জন্য লেগে পড়েন।
বোরো ধান ঘরে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন কৃষক-কৃষাণীরা। তাই তো গৃহস্থ ও কৃষকের ঘরে বইছে উৎসবের আমেজ।
কৃষকরা সোনালি ধান কেটে কাঁধে করে নিয়ে আসছেন গৃহস্থের বাড়িতে। একজন কৃষক জমিতে ধান কেটে তার আঁটি বেঁধে একত্রিত করে যাচ্ছেন। জামালপুর থেকে আগত কয়েকজন ভাসমান কৃষক রূপগঞ্জের নগরপাড়া এলাকায় একটি জমিতে বোরো ধান কাটছেন। ধান কাটতে জমি প্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা নিচ্ছেন।
ধান মাড়ায় শেষে একজন নারী বাতাসে ধান উড়িয়ে পরিষ্কার করছেন। ধান মাড়ায় শেষে বস্তায় করে ধান নিয়ে যাচ্ছেন গৃহস্থ বাড়িতে। বাতাসে ধান পরিষ্কার শেষে তড়িঘড়ি করে ধান সেদ্ধ করার জন্য চুলায় বসাচ্ছেন এক নারী।