বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের তাড়াইলের দামিহা ইউনিয়নের কাজলা গ্রামের বড় বাড়ির সামনের ফসলি জমি থেকে আজ সকালে কৃষক তনু মিয়ার (৪৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। তনু কাজলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কে বা কারা তনু মিয়াকে হত্যা করে কাজলা বড় বাড়ির সামনের ফসলি জমিতে গত বুধবার রাতে ফেলে রেখে যায়। আজ সকালে এলাকার লোকজন তনুর লাশ সন্নাক্ত করার পর পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকেলে লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধূরী মিজানুজ্জামান বলেন, নিহত তনু মিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।