বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ (সাবেক) এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি টাকার পে-অর্ডার জমা দেয়ার অভিযোগে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজাহানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ মে দুদক কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য।
নাম প্রকাশ না করার শর্তে দুদুকের একটি সূত্র বলছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। তার ব্যাংক অ্যাকাউন্টে ওই চার কোটি টাকার পে-অর্ডার জমা দেয়ার অভিযোগে এই দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে।
তবে দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার কথা স্বীকার করেননি। তারা বলছেন, ‘রাষ্ট্রের একজন সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেয়া হয়।