ড. গোলসান আরা বেগমঃ
বদলে দাও চিন্তা চেতনা
মনোজগতের দরজা জানালা
পানি পড়া,তাবিজ কবজে বিশ্বাস
প্রেম পত্রের ভাষা,
ভুত পেত্নির কল্পকথা
বদলে দাও নিত্যদিনের চারপাশ।
বদলে যাচ্ছে- শিশুর হাসি উচ্ছ্বাস,
পুতুল খেলা মানি অর্ডারের ফর্ম, পোষ্ট বস্ক
গ্লোবাল ভিলেজের বুক পকেটের
ভালোবাসা স্বপ্নের শিরোনাম,
সুখ দুঃখের বিলাসিতা।
এখন প্রকৃতি হাসে কাঁদে
কম্পিউটারের জানালায়
মানুষের নখের অাগায়
মোবাইল বিপ্লব
যে যার স্বপ্ন নবায়ন করে
ডিজিটাল চোখে
আধুনিক সভ্যতা ছুঁড়ে ফেলে
আজগুবি যতসব।
আয় আয় খড়খড়ে
শীতের কুয়াশা পাখীর গান,
ভোরের আলোয় ভেজা সুরেলা সঙ্গীত
জীবন পান্ডুলিপি,
ধর্ম, জাত,
শ্রেণি বৈষম পিষে রচনা করি
একাধিক ঈশ্বরের সমবেত গীত।
এসো বদলে দেই সুখের দিন
বদলের ধারাপাত নতুনের ঘরে অতি
আধুনিকতার জন্ম দেই
বিলাসি জীবন করি
আরো বিলাসি বিষন্ন
পৃথিবীর বুকে সুখময় প্রশান্তি খুঁজে নেই।