বাঙালী কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীন আখতারসহ পরিবারের সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ভিসির মেয়ে, নাতি-নাতনি ও তার বাসভবনের কর্মচারীরা রয়েছেন।
শনিবার রাতে ভিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিসি জানান, শনিবার সন্ধ্যায় তিনিসহ তার পরিবারের সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। ভিসি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।