বাঙালী কণ্ঠ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিকভাবে অসমর্থ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য স্থাপন করা হচ্ছে ২টি প্যানোরামা লিফট। বিশ্ববিদ্যালয়ের একডেমিক ভবন ‘সি’ ও ‘ই’ তে এই লিফট দুটি স্থাপন করা হবে। বিল্ডিং দুটিতে ইতিমধ্যে স্টিলের জয়েস্ট বসানো হয়েছে গেছে। আগামী মাসের মধ্যে স্থাপনের কাজ শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শুধুমাত্র শিক্ষক ও শারীরিকভাবে অসমর্থ শিক্ষার্থীদের ওঠানামার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ ও ‘ই’ তে দুটি প্যানারোমা লিফট স্থাপন করা হচ্ছে। প্রতিটি লিফটের ধারণ ক্ষমতা হবে ৮ জন। কিছুদিনের মধ্যেই চীন থেকে প্যানারোমা লিফট দুটি চলে আসবে এবং অতি কম সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের অনুন্নয়ন বাজেট থেকে ১ কোটি ২ লাখ টাকা খরচ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
প্রধান প্রকৌশলী আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে শারীরিকভাবে অসমর্থ শিক্ষার্থী ও বয়স্ক শিক্ষকদের জন্য একাডেমিক ভবনের সিঁড়ি বেয়ে উঠা অনেক কষ্টকর। লিফট স্থাপনের ফলে তাদের তাদের এই অসুবিধা অনেকখানি দূর হবে।’