বাঙালী কণ্ঠ নিউজঃ কিছুদিন আগেও ফ্যাশন ডিজাইন সম্পর্কে মানুষের তেমন ধারণা ছিল না। তবে এখন সে অবস্থার পরিবর্তন ঘটেছে। মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক সৌন্দর্য সচেতন। আর এই সৌন্দর্য সচেতন মানুষদের স্টাইলিশ পোশাকের চাহিদা মিটিয়ে থাকেন ফ্যাশন ডিজাইনাররা।
তাই এ সময়ের তরুণ তরুণীদের মধ্যে পোশাক সম্পর্কে যেমন রয়েছে সচেতনতা রয়েছে, তেমনি ফ্যাশন ডিজাইনে পড়াশোনার প্রতি আগ্রহও বাড়ছে। দেশের বাইরে রয়েছে এই পেশাদারদের প্রচুর চাহিদা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বিশ্ববাজারে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সোনারগাঁও ইউনিভার্সিটি বরাবরই সচেষ্ট রয়েছে।
যুগোপযোগী চাহিদা পূরণের লক্ষ্যে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি নিত্যনতুন বিষয় কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া তেমনি একটি বিষয় হলো ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ।
এছাড়া এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্নাতক ডিগ্রি লাভের সুযোগ আছে। এর মধ্যে রয়েছে বিবিএ, বিএসসি ইন ন্যাভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, এলএলবি (অনার্স) ও এলএলবি (পাস) প্রভৃতি।
ফল, স্প্রিং ও সামার এই তিনটি সেশনে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। আরও জানতে ০১৭৭৫০০০৮৮৮। এখানে রয়েছে বিষয় সংশ্লিষ্ট পাঠ্য বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, এসি ক্লাস রুম, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব। রয়েছে বৃত্তির সুযোগ।