বাঙালী কণ্ঠ নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন মারা গেছেন। বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে রোববার রাতে তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মৃত্যুকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক এ অধ্যাপকের বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদশতম উপাচার্য হিসেবে ২০০১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক ফজলী হোসেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপর ১৯৬৮ সালে গণিত বিভাগে যোগ দেওয়া এই শিক্ষক সিনেট, সিন্ডিকেট সদস্য থাকার পাশাপাশি বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ গণিত সমিতি, বিজ্ঞান উন্নয়ন সমিতি, সেকশন-৩ এর সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ছাত্রজীবনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন ফজলী হোসেন। ১৯৫৭ সালে তিনি ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।
অধ্যাপক ফজলী হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য শিরীন আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী শোক প্রকাশ করেছেন।