বাঙালী কণ্ঠ নিউজঃ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে রাজধানীর ইস্কাটনে রাস্তা অবরোধ করেছেন।
মঙ্গলবার দুপুর থেকে ১৩তম বেসরকারি উত্তীর্ণ নিবন্ধন ফোরাম এ অবরোধ কর্মসূচি পালন করছে।
অবরোধ কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক আরিফুর রহমান বলেন, নিবন্ধনে উত্তীর্ণদের দ্রুত এবং একক নিয়োগ দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।
অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তারা আন্দোলনকারীদের রাস্তা অবরোধ করা থেকে তুলে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আন্দোলনকারীদের সাথে পুলিশের কোনা সংঘের্ষের ঘটনা ঘটেনি।
ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জানান, দাবি আদায় না হলে পর্যায়ক্রমে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।