বাঙালী কণ্ঠ নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার শেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে `এফ` ইউনিটের (আইন ও বিচার অনুষদ) পরীক্ষা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত মোট চারটি শিফটে আইন ও বিচার অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবছর `এফ` ইউনিটের ৬০টি আসনে ছাত্র ভর্তি করানো হবে। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করছেন ২৫ হাজার ৬২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ৮ অক্টোবর গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন ১ হাজার ৯শ ৮৬ জন শিক্ষার্থী। এর বিপরীতে আবেদন করেন ২ লাখ ৯৯ হাজার ১৭১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ১৫১ জন পরীক্ষার্থী।