ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২১ তম রাষ্ট্রপতি, ভাটি শার্দূল মোঃ আবদুল হামিদ

কেএসডি প্রত্যয়ঃ

সৎ ও আর্দশ ভাটির দূরন্ত সৈনিক
বাংলার আকাশে বাংলার বাতাসে,
বইছে যাঁহার সুনামের গীত
তিনি হলেন আমাদের আবদুল হামিদ।

জন্ম যাঁহার ১৯৪৪ এর ১ জানুয়ারি
তিনি সারা বাংলাদেশের হৃদয়ের কান্ডারি।
মিঠামইনের কামালপুর তাঁহার জন্মগ্রাম
হাজী তায়েব উদ্দীন তাঁহার জন্ম দাতার নাম।

গ্রাম বাংলার উন্নয়ন করে চলেছে
কত শত নতুন নতুন
তাঁহার মায়ের নাম তমিজা খাতুন।

ইটনা,মিঠামইন ও অষ্টগ্রামের রুপকার
হাওর এলাকার উন্নয়নের গর্ব ও অহংকার।
যাহার প্রতিটি কথায়
মায়া ভরা,হাসি মাখা মুখ
সারা বাংলায় বিকশিত তিনি,
নীতি ভরা তাঁহার বুক।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম
সারা বাংলায় অজশ্র খ্যাতি ও স্বনাম।

২০১৮ সালে উযযাপিত হলো
হাওর পিতা ৭৪ তম শুভ জন্মদিন।
সারা বাংলায় বেজে উঠেছিল
সুখ আনন্দের বীন।

১৯৭০ সাল হতে
টানা এমপি ৮ম বার
ভাটি বাংলার অব্যহত
উন্নয়নের জোয়ার।

১৯৯৬ সালে হলেন তিনি
মাননীয় ডেপুটি স্পিকার
ভাটি বাংলার সর্বস্তরের মানুষের
সুখ আনন্দের বাহার।

একই বছর দুটি সাংবিধানিক পদ
অলংকৃত করেছেন যিনি
বাংলার ইতিহাসের পাতায়
স্মৃতি হয়ে রয়েছে তিনি
আবদুল হামিদের নাম খানি।

টেকনাফ থেকে তেতুলিয়া
রুপসা থেকে পাতুরিয়া
তোমার নামের জয়গান গায়
হাসি আনন্দে পাল তুলিয়া।
২০ তম রাষ্ট্রপতি ছিলেন যিনি
২১ তম রাষ্ট্রপতি হলেন তিনি।

ফেইসবুক থেকে নেওয়া

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

২১ তম রাষ্ট্রপতি, ভাটি শার্দূল মোঃ আবদুল হামিদ

আপডেট টাইম : ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮

কেএসডি প্রত্যয়ঃ

সৎ ও আর্দশ ভাটির দূরন্ত সৈনিক
বাংলার আকাশে বাংলার বাতাসে,
বইছে যাঁহার সুনামের গীত
তিনি হলেন আমাদের আবদুল হামিদ।

জন্ম যাঁহার ১৯৪৪ এর ১ জানুয়ারি
তিনি সারা বাংলাদেশের হৃদয়ের কান্ডারি।
মিঠামইনের কামালপুর তাঁহার জন্মগ্রাম
হাজী তায়েব উদ্দীন তাঁহার জন্ম দাতার নাম।

গ্রাম বাংলার উন্নয়ন করে চলেছে
কত শত নতুন নতুন
তাঁহার মায়ের নাম তমিজা খাতুন।

ইটনা,মিঠামইন ও অষ্টগ্রামের রুপকার
হাওর এলাকার উন্নয়নের গর্ব ও অহংকার।
যাহার প্রতিটি কথায়
মায়া ভরা,হাসি মাখা মুখ
সারা বাংলায় বিকশিত তিনি,
নীতি ভরা তাঁহার বুক।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম
সারা বাংলায় অজশ্র খ্যাতি ও স্বনাম।

২০১৮ সালে উযযাপিত হলো
হাওর পিতা ৭৪ তম শুভ জন্মদিন।
সারা বাংলায় বেজে উঠেছিল
সুখ আনন্দের বীন।

১৯৭০ সাল হতে
টানা এমপি ৮ম বার
ভাটি বাংলার অব্যহত
উন্নয়নের জোয়ার।

১৯৯৬ সালে হলেন তিনি
মাননীয় ডেপুটি স্পিকার
ভাটি বাংলার সর্বস্তরের মানুষের
সুখ আনন্দের বাহার।

একই বছর দুটি সাংবিধানিক পদ
অলংকৃত করেছেন যিনি
বাংলার ইতিহাসের পাতায়
স্মৃতি হয়ে রয়েছে তিনি
আবদুল হামিদের নাম খানি।

টেকনাফ থেকে তেতুলিয়া
রুপসা থেকে পাতুরিয়া
তোমার নামের জয়গান গায়
হাসি আনন্দে পাল তুলিয়া।
২০ তম রাষ্ট্রপতি ছিলেন যিনি
২১ তম রাষ্ট্রপতি হলেন তিনি।

ফেইসবুক থেকে নেওয়া