ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ওপারে সিনেমা যাওয়া নিয়ে সংশয়

দুই বাংলার শিল্পীদের একে অপরের সঙ্গে পর্দা ভাগাভাগি নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে সেই তালিকা আরো দীর্ঘ হয়েছে। নিয়মিতই নতুন নতুন কাজে দেখা যাচ্ছে তাদের। আসছে ১৫ আগস্ট পর্দায় আসছে দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত সৃজিত মুখার্জির ‘পদাতিক’।

সিনেমাটিতে চঞ্চল প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন। এরইমধ্যে সিনেমাটির লুক এবং টিজার নজর কেড়েছে ভক্তদের। জানা গিয়েছিল সিনেমাটি কলকাতার পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে মুক্তির পাশাপাশি চঞ্চল কলকাতাতে যেতে পারবেন কি-না তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Padatik (2024) - IMDb

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক ফিরদৌসল হাসান বলেন, ‘এখন ওপার বাংলায় ছবির মুক্তি সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ছবি দেখার মানসিকতায় নেই। তাই ভারতে নির্দিষ্ট দিনে ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত কী পরিস্থিতি দাঁড়ায় দেখি, তারপর দিনক্ষণ স্থির করা হবে। ততদিন বাংলাদেশে এই ছবির মুক্তি স্থগিত থাকবে।’

এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে কলকাতায় যাওয়ার কথা রয়েছে চঞ্চল চৌধুরীর। কিন্তু এমন পরিস্থিতিতে চঞ্চল কি সেখানে যেতে পারবেন?-এমন কথায় প্রযোজক হ্যাঁ বা না কিছু বলতে না পারলেও আশা প্রকাশ করেছেন। শুধু চঞ্চল এবং তার সিনেমাই নয়, আসছে পূজাতে ওপার বাংলায় অভিষেক হওয়ার কথা রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। ফিরদৌসলের সেই ‘চালচিত্র’ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

ঢাকায় চঞ্চলের ‘পদাতিক’ মুক্তিতে অনিশ্চয়তা

এ প্রসঙ্গে প্রযোজক জানিয়েছেন, পূজার এখনো বেশ কিছু দিন দেরি। ফলে, পূজায় ছবির মুক্তি নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। একইভাবে প্রযোজক অতনু রায়চৌধুরীর আগামী ছবির নায়িকা তাসনিয়া ফারিণ। দেব অভিনীত সে ছবি পরিচালনা করবেন অভিজিৎ সেন। নভেম্বরে শুটিং শুরুর কথা। বর্তমান পরিস্থিতি নিয়ে প্রযোজক-নায়িকার কথা হয়েছে।

অতনু ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘রোজ কথা হচ্ছে। আগস্টে ফারিণের কলকাতায় আসার কথা ছিল। আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য শুনবে। তারপর মহড়া দেবে। আপাতত সব বন্ধ।’ তবে তিনিও মনে করছেন, নভেম্বরে শুটিং হলে তার হাতে সময় রয়েছে। তার আগে পরিস্থিতি শান্ত হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ওপারে সিনেমা যাওয়া নিয়ে সংশয়

আপডেট টাইম : ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

দুই বাংলার শিল্পীদের একে অপরের সঙ্গে পর্দা ভাগাভাগি নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে সেই তালিকা আরো দীর্ঘ হয়েছে। নিয়মিতই নতুন নতুন কাজে দেখা যাচ্ছে তাদের। আসছে ১৫ আগস্ট পর্দায় আসছে দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত সৃজিত মুখার্জির ‘পদাতিক’।

সিনেমাটিতে চঞ্চল প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন। এরইমধ্যে সিনেমাটির লুক এবং টিজার নজর কেড়েছে ভক্তদের। জানা গিয়েছিল সিনেমাটি কলকাতার পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে মুক্তির পাশাপাশি চঞ্চল কলকাতাতে যেতে পারবেন কি-না তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Padatik (2024) - IMDb

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক ফিরদৌসল হাসান বলেন, ‘এখন ওপার বাংলায় ছবির মুক্তি সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ছবি দেখার মানসিকতায় নেই। তাই ভারতে নির্দিষ্ট দিনে ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত কী পরিস্থিতি দাঁড়ায় দেখি, তারপর দিনক্ষণ স্থির করা হবে। ততদিন বাংলাদেশে এই ছবির মুক্তি স্থগিত থাকবে।’

এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে কলকাতায় যাওয়ার কথা রয়েছে চঞ্চল চৌধুরীর। কিন্তু এমন পরিস্থিতিতে চঞ্চল কি সেখানে যেতে পারবেন?-এমন কথায় প্রযোজক হ্যাঁ বা না কিছু বলতে না পারলেও আশা প্রকাশ করেছেন। শুধু চঞ্চল এবং তার সিনেমাই নয়, আসছে পূজাতে ওপার বাংলায় অভিষেক হওয়ার কথা রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। ফিরদৌসলের সেই ‘চালচিত্র’ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

ঢাকায় চঞ্চলের ‘পদাতিক’ মুক্তিতে অনিশ্চয়তা

এ প্রসঙ্গে প্রযোজক জানিয়েছেন, পূজার এখনো বেশ কিছু দিন দেরি। ফলে, পূজায় ছবির মুক্তি নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। একইভাবে প্রযোজক অতনু রায়চৌধুরীর আগামী ছবির নায়িকা তাসনিয়া ফারিণ। দেব অভিনীত সে ছবি পরিচালনা করবেন অভিজিৎ সেন। নভেম্বরে শুটিং শুরুর কথা। বর্তমান পরিস্থিতি নিয়ে প্রযোজক-নায়িকার কথা হয়েছে।

অতনু ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘রোজ কথা হচ্ছে। আগস্টে ফারিণের কলকাতায় আসার কথা ছিল। আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য শুনবে। তারপর মহড়া দেবে। আপাতত সব বন্ধ।’ তবে তিনিও মনে করছেন, নভেম্বরে শুটিং হলে তার হাতে সময় রয়েছে। তার আগে পরিস্থিতি শান্ত হয়ে যাবে।