মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যেসব তারকা ট্রাম্পকে একেবারেই পছন্দ করেন না, অনেকেরই ধারণা, নতুন মার্কিন প্রেসিডেন্টের কারণে তারা হয়ত দেশ ছাড়বেন। ফক্সের এক প্রতিবেদনে তারকাদের নামসহ এমনই তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্র ছাড়ার তালিকায় সবার আগে আছে হলিউড অভিনেত্রী শ্যারন স্টোনের নাম। তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। সেখানে একটি বাড়ি আছে তার। সম্প্রতি ‘নিউ ইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন জানিয়েছিলেন, এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।
মার্কিন অভিনেত্রী-গায়িকা চের নিয়মিত ট্রাম্পের সমালোচনা করে গেছেন। এমনকি একবার জানিয়েছিলেন, ট্রাম্পের প্রেসিডেনশিয়াল রুলের সময় তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। তাই অনেকেই ভাবছেন চের যুক্তরাষ্ট্র ছাড়তে যাচ্ছেন। গতবছর দ্য গার্ডিয়ানের সাক্ষাৎকারে চের জানিয়েছিলেন, গতবার আমার আলসার হয়ে যাচ্ছিল! এবারও যদি তিনি প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন, আমাকে দেশে ছেড়ে বেরিয়ে যেতে হবে।
এদিকে জানা গেছে, ৫৪ বছর বয়সি ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার নাকি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন। চলতি বছরের জুলাই মাসেই ‘দ্য টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে মিনি জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে তিন দশক থাকার পর ইংল্যান্ডে গেছেন তিনি। ট্রাম্পের জয়ের সম্ভাবনার কথা ভেবে আগেই জানিয়েছিলেন, ট্রাম্প এলে আমি হয়ত আর ফিরব না।
অন্যদিকে, ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার অভিনয় করেছিলেন ‘গেম অফ থ্রোনস’এ। ট্রাম্পের জয়ের পর তিনিও সাফ জানিয়ে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে চলে যাবেন নিজের দেশ যুক্তরাজ্যে।