হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট। এ তারকা করের মামলায় হেরে গেছেন। তাই তাকে ১৮ লাখ পাউন্ড বা ২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি কর দিতে হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সঙ্গে একটি আইনি লড়াইয়ে পরাজিত হন তিনি। ২০১১-১২ কর বছরের কর বিবরণী নিয়ে তদন্তের পর তাকে এই পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
৩৬ বছর বয়সী গ্রিন্টের আইনজীবীরা আপিল করলেও কোনো সুফল হয়নি। উল্টো গ্রিন্টের আপিল খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
গ্রিন্ট একটি কোম্পানি থেকে ৪৫ লাখ পাউন্ড পেয়েছিলেন। এই কোম্পানি তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত উল্লেখ করে তিনি দাবি করেন, এই অর্থ একটি ‘মূলধনী সম্পদ’ এবং তাই এটি মূলধনী মুনাফা করের আওতায় পড়ে।
এদিকে কর কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, এই অর্থ ফি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। তদন্তের পরে গ্রিন্টকে অতিরিক্ত ১৮ লাখ ১ হাজার ৬০ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
এর আগে ২০১৯ সালেও গ্রিন্ট কর বিবরণী সংক্রান্ত আরেকটি মামলায় হেরে গিয়েছিলেন। ওই সময় তাকে ১০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়েছিল।
উল্লেখ্য, হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেছেন।