ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যায় ‘কালো টাকা’র সব রহস্য ফাঁস

হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা। এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কার হাতে আসে? সেই উত্তর মিলবে ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে!

টানটান উত্তেজনায় ভরা গল্পে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমা নির্মাণ করে মুনশিয়ানা দেখানো রাফীর এটি প্রথম ওয়েব সিরিজ। গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছেন এর ফার্স্টলুক। যেখানে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল ও পূজা চেরিকে দেখা গেছে গ্ল্যামারাস লুকে!

ফার্স্টলুক শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লিখেছে, ‘কালো টাকা/ বড় বড় ফাঁদ। ৭টায় হবে সব রহস্য ফাঁস! এটি শেয়ার করে রাফীও জানান, সন্ধ্যায় আসছে বড় ধামাকা!’

এরপর প্রকাশ্যে আসে এর ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে উঠে আসে কয়েক গ্রুপের মাঝে এক বিশাল অঙ্কের কালো টাকা কাড়াকাড়ির গল্প, উঠে আসে খুন, মাফিয়া দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের মতো দৃশ্যও। পুরো ট্রেলারের আবহে শোনা যায় একটি র‍্যাপগান। আর রাখা হয় শুধুমাত্র একটি সংলাপ, যার মধ্যেই রাখা হয় গল্পের টুইস্ট। অ্যাকশন ছাড়াও এতে রাখা হয়েছে একটি আইটেম গান।

এর আগে, একটি থিম পোস্টার প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে পুরনো আলমারি, টেবিল। ফ্লোরভর্তি টাকার বান্ডিল। রয়েছে বস্তা বস্তা টাকা। দেখা যায়, চকচকে হাজার টাকার নোট!

উল্লেখ্য, এই সিরিজে রুবেল ও পূজা চেরি ছাড়াও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যায় ‘কালো টাকা’র সব রহস্য ফাঁস

আপডেট টাইম : ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা। এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কার হাতে আসে? সেই উত্তর মিলবে ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে!

টানটান উত্তেজনায় ভরা গল্পে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমা নির্মাণ করে মুনশিয়ানা দেখানো রাফীর এটি প্রথম ওয়েব সিরিজ। গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছেন এর ফার্স্টলুক। যেখানে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল ও পূজা চেরিকে দেখা গেছে গ্ল্যামারাস লুকে!

ফার্স্টলুক শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লিখেছে, ‘কালো টাকা/ বড় বড় ফাঁদ। ৭টায় হবে সব রহস্য ফাঁস! এটি শেয়ার করে রাফীও জানান, সন্ধ্যায় আসছে বড় ধামাকা!’

এরপর প্রকাশ্যে আসে এর ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে উঠে আসে কয়েক গ্রুপের মাঝে এক বিশাল অঙ্কের কালো টাকা কাড়াকাড়ির গল্প, উঠে আসে খুন, মাফিয়া দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের মতো দৃশ্যও। পুরো ট্রেলারের আবহে শোনা যায় একটি র‍্যাপগান। আর রাখা হয় শুধুমাত্র একটি সংলাপ, যার মধ্যেই রাখা হয় গল্পের টুইস্ট। অ্যাকশন ছাড়াও এতে রাখা হয়েছে একটি আইটেম গান।

এর আগে, একটি থিম পোস্টার প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে পুরনো আলমারি, টেবিল। ফ্লোরভর্তি টাকার বান্ডিল। রয়েছে বস্তা বস্তা টাকা। দেখা যায়, চকচকে হাজার টাকার নোট!

উল্লেখ্য, এই সিরিজে রুবেল ও পূজা চেরি ছাড়াও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।