সিঙ্গাপুরে থিয়েটার এবং আর্টস নিয়ে দু’বছর পড়াশুনা করেছেন সোনম। সেখানে পকেট মানির জন্য একটি হোটেলে তিনি ওয়েট্রেসের কাজও করতেন।
‘প্লেয়ার্স’ ছবির প্রোমোশনের সময় ২০১২ সালে সাংবাদিকদের ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।
রণবীর সিংহ সোনমের মামাতো ভাই।
বাবা অনিল কাপূর তাকে ‘জিরাফ’ নামে ডাকেন।
রাজনীতিতে আগ্রহ আছে সোনমের।
প্রায় ১২ বছর কত্থক শিখেছেন।
ঐশ্বরিয়াকে পিছনে ফেলে একটি বিখ্যাত কসমেটিক্স ব্র্যান্ডের মুখ হন সোনম। এরপরেই প্রকাশ্যে ঐশ্বর্যাকে ‘আন্টি’ সম্বোধন করে সমালোচনার মুখে পড়েছিলেন।