ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমি খুবই অল্প খাই : তানিয়া বৃষ্টি

২০১২ সালের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’-এর দ্বিতীয় রানার আপ তানিয়া বৃষ্টির যেমন এরকম ভক্ত আছে, তেমনি তারও প্রিয় তারকা আছেন। তিনি হলেন সালমান শাহ। মাঝে মধ্যে মনে হয়, ইশ! তার সঙ্গে যদি কাজ করতে পারতাম!

সময় পেলে জয়া আহসান আর বিপাশা হায়াতের কাজগুলোও দেখেন তানিয়া। দেখে শেখেন। কাজ করতে গিয়েও শিখেছেন। যেমন জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করতে পেরে ভালোও লেগেছে, আবার অভিজ্ঞতাও হয়েছে। তার সঙ্গে প্রথম কাজ করেছেন ‘সমাধান’ নামের ধারাবাহিক নাটকে। মঙ্গলবার (২ আগস্ট) থেকে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে এটি। মোহাম্মদ নোমানের রচনা ও পরিচালনায় এতে আরও আছেন নওশীন, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

এ ধারাবাহিকের গল্পে তানিয়া বৃষ্টি অভিনীত চরিত্রটি সহজ সরল থাকে। কিন্তু বড় বোনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে মেয়েটি। ‘আমি বাস্তবেও সহজ-সরল। সবাইকে বিশ্বাস করি, এজন্য কষ্টও পেতে হয় অনেক সময়।’

এখন আরও কয়েকটি ধারাবাহিক চলছে। এর মধ্যে রয়েছে আকরাম খানের ‘হাউজওয়াইফ’ (মাছরাঙা টিভি), সৈয়দ শাকিলের ‘সম্রাট’ (এনটিভি), মজিবুল হক খোকনের ‘মন থেকে দূরে নয়’ (এটিএন বাংলা)। কাজ শুরু করেছেন ফেরদৌস হাসান রানার ‘এক পা দু পা’ নামের নতুন ধারাবাহিকে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন তানিয়া বৃষ্টি। আকরাম খানের ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে গত বছর রূপালি পর্দায় অভিষেক হয় তার। পরবর্তীতে ফারুক ওমর পরিচালিত রোমান্টিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘লাভার নাম্বার ওয়ান’-এ দেখা গেছে তাকে। এরপর নদী ফিরোজ পরিচালিত ‘যদি তুমি জানতে’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তানিয়া। সেগুলো এখনো মুক্তি পায়নি।

এখন অবশ্য চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা নেই। তবে এ মাসের শেষে অথবা সেপ্টেম্বর থেকে দেবাশীষ বিশ্বাসের ‘বিশ্বাস’ ছবির কাজ শুরু করবেন তানিয়া। এখানে তার বিপরীতে থাকবেন আসিফ নূর।

সেলুলয়েডে কাজ করার বেলায় অভিনেত্রীরা জিমে ঘাম ঝরান নিয়মিত। তবে তানিয়া বললেন, ‘আমি তেমন ডায়েট করি না। খাই খুবই অল্প। মাঝে মধ্যে যোগব্যায়াম করি। জিম করতে কখনও ভালো লাগে না।

অন্য মেয়েদের মতো মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টিও প্রেমের প্রস্তাব পান। তিনি বললেন, অনেকবার প্রেমের প্রস্তাব পেয়েছি। এখন বেশিরভাগ ছেলেরা ফেসবুকে প্রেমের প্রস্তাব দেয়। অনেকে আমাকে নিয়ে কবিতা লিখে ইনবক্স করেন। পড়ে বেশ মজা লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমি খুবই অল্প খাই : তানিয়া বৃষ্টি

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬

২০১২ সালের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’-এর দ্বিতীয় রানার আপ তানিয়া বৃষ্টির যেমন এরকম ভক্ত আছে, তেমনি তারও প্রিয় তারকা আছেন। তিনি হলেন সালমান শাহ। মাঝে মধ্যে মনে হয়, ইশ! তার সঙ্গে যদি কাজ করতে পারতাম!

সময় পেলে জয়া আহসান আর বিপাশা হায়াতের কাজগুলোও দেখেন তানিয়া। দেখে শেখেন। কাজ করতে গিয়েও শিখেছেন। যেমন জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করতে পেরে ভালোও লেগেছে, আবার অভিজ্ঞতাও হয়েছে। তার সঙ্গে প্রথম কাজ করেছেন ‘সমাধান’ নামের ধারাবাহিক নাটকে। মঙ্গলবার (২ আগস্ট) থেকে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে এটি। মোহাম্মদ নোমানের রচনা ও পরিচালনায় এতে আরও আছেন নওশীন, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

এ ধারাবাহিকের গল্পে তানিয়া বৃষ্টি অভিনীত চরিত্রটি সহজ সরল থাকে। কিন্তু বড় বোনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে মেয়েটি। ‘আমি বাস্তবেও সহজ-সরল। সবাইকে বিশ্বাস করি, এজন্য কষ্টও পেতে হয় অনেক সময়।’

এখন আরও কয়েকটি ধারাবাহিক চলছে। এর মধ্যে রয়েছে আকরাম খানের ‘হাউজওয়াইফ’ (মাছরাঙা টিভি), সৈয়দ শাকিলের ‘সম্রাট’ (এনটিভি), মজিবুল হক খোকনের ‘মন থেকে দূরে নয়’ (এটিএন বাংলা)। কাজ শুরু করেছেন ফেরদৌস হাসান রানার ‘এক পা দু পা’ নামের নতুন ধারাবাহিকে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন তানিয়া বৃষ্টি। আকরাম খানের ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে গত বছর রূপালি পর্দায় অভিষেক হয় তার। পরবর্তীতে ফারুক ওমর পরিচালিত রোমান্টিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘লাভার নাম্বার ওয়ান’-এ দেখা গেছে তাকে। এরপর নদী ফিরোজ পরিচালিত ‘যদি তুমি জানতে’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তানিয়া। সেগুলো এখনো মুক্তি পায়নি।

এখন অবশ্য চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা নেই। তবে এ মাসের শেষে অথবা সেপ্টেম্বর থেকে দেবাশীষ বিশ্বাসের ‘বিশ্বাস’ ছবির কাজ শুরু করবেন তানিয়া। এখানে তার বিপরীতে থাকবেন আসিফ নূর।

সেলুলয়েডে কাজ করার বেলায় অভিনেত্রীরা জিমে ঘাম ঝরান নিয়মিত। তবে তানিয়া বললেন, ‘আমি তেমন ডায়েট করি না। খাই খুবই অল্প। মাঝে মধ্যে যোগব্যায়াম করি। জিম করতে কখনও ভালো লাগে না।

অন্য মেয়েদের মতো মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টিও প্রেমের প্রস্তাব পান। তিনি বললেন, অনেকবার প্রেমের প্রস্তাব পেয়েছি। এখন বেশিরভাগ ছেলেরা ফেসবুকে প্রেমের প্রস্তাব দেয়। অনেকে আমাকে নিয়ে কবিতা লিখে ইনবক্স করেন। পড়ে বেশ মজা লাগে।