ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এই বৃষ্টিতে তুমি আমি

এই বৃষ্টিতে তুমি আমি
মো. আবদুল আউয়াল সরকার

অনুতপ্ত মন আজ শান্ত হল
আকাশে দেখে মেঘের মেলা
মন চায় কাছাকাছি বসে থাকি
দুজন সারাবেলা

এই আমার ওপর এসে পড়ুক
তোমার মৃদু দৃষ্টি
এরপর শুরু হোক
একটানা বৃষ্টি

জমে উঠুক কিছু কিছু কথা
তোমার আমার সঙ্গে
প্রকৃতি যেন মেতে উঠে
সুরের জল তরঙ্গে

বৃষ্টি কি ছুঁয়েছে
তোমার শান্ত চোখ
শিহরনে কি কেঁপেছে
তোমার মায়াবি বুক

জানালার কাঁচে বৃষ্টির ছাট
চায়ের কাপে শেষ চুমুক
আমাকে ভিজিয়ে দিয়ে যেন
তোমার অভিমান কমুক

Tag :
আপলোডকারীর তথ্য

এই বৃষ্টিতে তুমি আমি

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

এই বৃষ্টিতে তুমি আমি
মো. আবদুল আউয়াল সরকার

অনুতপ্ত মন আজ শান্ত হল
আকাশে দেখে মেঘের মেলা
মন চায় কাছাকাছি বসে থাকি
দুজন সারাবেলা

এই আমার ওপর এসে পড়ুক
তোমার মৃদু দৃষ্টি
এরপর শুরু হোক
একটানা বৃষ্টি

জমে উঠুক কিছু কিছু কথা
তোমার আমার সঙ্গে
প্রকৃতি যেন মেতে উঠে
সুরের জল তরঙ্গে

বৃষ্টি কি ছুঁয়েছে
তোমার শান্ত চোখ
শিহরনে কি কেঁপেছে
তোমার মায়াবি বুক

জানালার কাঁচে বৃষ্টির ছাট
চায়ের কাপে শেষ চুমুক
আমাকে ভিজিয়ে দিয়ে যেন
তোমার অভিমান কমুক