ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ

চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুন ও জুলাই) কৃষি খাতে ২ হাজার ৬৩ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংকগুলো।

বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

এতে বলা হয়েছে, দুই মাসে কৃষি ঋণ বিতরণের পরিমাণ আগের ২০১৫-১৬ অর্থবছরের এই সময়ের তুলনায় ২৫৪ কোটি টাকা বা ১৪ দশমিক ০৪ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল ১ হাজার ৮০৯ কোটি টাকা।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে ঋণ বিতরণ বাড়লেও এ খাতে এক টাকাও ঋণ দেয়নি বেসরকারি খাতের ছয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে কৃষি ঋণ বিতরণ হয় ১ হাজার ৫৬ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০০ কোটি বা ২৩ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছিল ৮৫২ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে জুলাই মাসে কৃষি ঋণ বিতরণের পাশাপাশি আদায়ের হারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, এ সময়ে কৃষি ঋণ আদায় হয়েছে ৯৪৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।

প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ৯ হাজার ২৯০ কোটি টাকার বিপরীতে বিতরণ হয়েছে ৭০৪ কোটি টাকা যা ৭ দশমিক ৫৮ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

২ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬

চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুন ও জুলাই) কৃষি খাতে ২ হাজার ৬৩ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংকগুলো।

বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

এতে বলা হয়েছে, দুই মাসে কৃষি ঋণ বিতরণের পরিমাণ আগের ২০১৫-১৬ অর্থবছরের এই সময়ের তুলনায় ২৫৪ কোটি টাকা বা ১৪ দশমিক ০৪ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল ১ হাজার ৮০৯ কোটি টাকা।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে ঋণ বিতরণ বাড়লেও এ খাতে এক টাকাও ঋণ দেয়নি বেসরকারি খাতের ছয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে কৃষি ঋণ বিতরণ হয় ১ হাজার ৫৬ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০০ কোটি বা ২৩ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছিল ৮৫২ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে জুলাই মাসে কৃষি ঋণ বিতরণের পাশাপাশি আদায়ের হারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, এ সময়ে কৃষি ঋণ আদায় হয়েছে ৯৪৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।

প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ৯ হাজার ২৯০ কোটি টাকার বিপরীতে বিতরণ হয়েছে ৭০৪ কোটি টাকা যা ৭ দশমিক ৫৮ শতাংশ।