ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৫দিনের যুদ্ধবিরতি দিলে ৭০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতা করছে কাতার। এরই মধ্যে দেশটির মধ্যস্থতায় হামাস চার জিম্মিকে মুক্তি দিয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড সোমবার (১৩ নভেম্বর) কাতারের মধ্যস্থতাকারীদের বলেছে, ইসরায়েলের সঙ্গে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে তারা প্রস্তুত।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য ধারণ করা একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে হামাস। পাশাপাশি ২৪০ জনের মতো ইসরায়েলিকে জিম্মিও করে নিয়ে যায় গাজায়।

জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৪০ শতাংশই শিশু।

গাজায় ইসরায়েলি এই অভিযান হামাসের হাতে জিম্মি ২৪০ ইসরায়েলি ও বিদেশির নাগরিকের জীবনকে আরও সংকটের মধ্যে ফেলে দিয়েছে বলে মত মার্কিন কর্মকর্তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

৫দিনের যুদ্ধবিরতি দিলে ৭০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস

আপডেট টাইম : ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতা করছে কাতার। এরই মধ্যে দেশটির মধ্যস্থতায় হামাস চার জিম্মিকে মুক্তি দিয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড সোমবার (১৩ নভেম্বর) কাতারের মধ্যস্থতাকারীদের বলেছে, ইসরায়েলের সঙ্গে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে তারা প্রস্তুত।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য ধারণ করা একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে হামাস। পাশাপাশি ২৪০ জনের মতো ইসরায়েলিকে জিম্মিও করে নিয়ে যায় গাজায়।

জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৪০ শতাংশই শিশু।

গাজায় ইসরায়েলি এই অভিযান হামাসের হাতে জিম্মি ২৪০ ইসরায়েলি ও বিদেশির নাগরিকের জীবনকে আরও সংকটের মধ্যে ফেলে দিয়েছে বলে মত মার্কিন কর্মকর্তাদের।