ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।গতকাল বুধবার স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে নিউইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় হিলটন হোটেলের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন এরিয়া ম্যানহাটন শহরের প্রতিটি স্থান সিসি ক্যামেরা দিয়ে আবৃত। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে।এতে দেখা যায়, হত্যাকারী হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে নির্বিঘ্নে ক্রাইম স্পট ত্যাগ করে চলে যায়।

এদিকে আরেকটি সিসি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের পর ওই সন্দেহভাজন ব্যক্তি সেন্ট্রাল পার্কের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক বাইক চালিয়ে চলে যাচ্ছেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে একটি ধূসর ব্যাকপ্যাক এবং একটি কালো হুডযুক্ত জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিউইয়র্ক পুলিশ বলেছে, ‘থম্পসনের পিঠে ও পায়ে গুলি করা হয়। তবে হত্যাকারী অনেক সময় ধরেই থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যেই হয়তো তার এই অপেক্ষা।’

এদিকে তদন্তকারীরা অপরাধের স্থান থেকে গুলির খোসাসহ কিছু প্রমাণাদি সংগ্রহ করেছেন।

তবে থম্পসনকে হত্যার মোটিভ জানা যায়নি এবং বন্দুকধারীর পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নিউইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।গতকাল বুধবার স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে নিউইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় হিলটন হোটেলের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন এরিয়া ম্যানহাটন শহরের প্রতিটি স্থান সিসি ক্যামেরা দিয়ে আবৃত। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ পেয়েছে।এতে দেখা যায়, হত্যাকারী হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে নির্বিঘ্নে ক্রাইম স্পট ত্যাগ করে চলে যায়।

এদিকে আরেকটি সিসি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের পর ওই সন্দেহভাজন ব্যক্তি সেন্ট্রাল পার্কের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক বাইক চালিয়ে চলে যাচ্ছেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে একটি ধূসর ব্যাকপ্যাক এবং একটি কালো হুডযুক্ত জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিউইয়র্ক পুলিশ বলেছে, ‘থম্পসনের পিঠে ও পায়ে গুলি করা হয়। তবে হত্যাকারী অনেক সময় ধরেই থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যেই হয়তো তার এই অপেক্ষা।’

এদিকে তদন্তকারীরা অপরাধের স্থান থেকে গুলির খোসাসহ কিছু প্রমাণাদি সংগ্রহ করেছেন।

তবে থম্পসনকে হত্যার মোটিভ জানা যায়নি এবং বন্দুকধারীর পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।