ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ২ জন কারাগারে মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, রেড-ফ্ল্যাগ জারি তাপমাত্রা কমতে পারে শনিবার থেকে, আশঙ্কা কম তীব্র শীতের সাধুবেশে পাকা চোরের ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর আতিউর শূরায়ে নেজামের অধীনেই হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা সংস্কারের সব প্রস্তাবে একমত নয় বিএনপি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের বিবিসি বাংলাকে মির্জা ফখরুল সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের হানা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসের কারণে লস অ্যাঞ্জেলসের উত্তরে বুধবার (২২ জানুয়ারি) একটি নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে।

নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে পাঁচ হাজার একর এলাকা গ্রাস করেছে। পরিস্থিতি বিবেচনায় অন্তত ১৯ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে।

খবর এএফপি ও বিবিসিরখবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন অঞ্চলটির দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তারা ইতিমধ্যে মেট্রোপলিটন এলাকায় জ্বলতে থাকা দুটি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই আগুন ইটন ফায়ারের অর্ধেকেরও বেশি আকারে ছড়িয়ে পড়ে।

ইটন ফায়ার এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি বড় দাবানলের একটি।লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে যে তারা ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকির’ সম্মুখীন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকা এখনো শক্তিশালী, শুষ্ক বাতাসের কারণে চরম অগ্নিঝুঁকির জন্য রেড ফ্ল্যাগ সতর্কতার অধীনে রয়েছে।

এর আগে ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস।

দাবানলে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পুড়ে গেছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। পরবর্তী সময়ে বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় দাবানল নিয়ন্ত্রণে আসে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাসিন্দারা।
এর মধ্যে নতুন করে ফের শুরু হলো দাবানল।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সুন্দরগঞ্জে হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ২ জন কারাগারে

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের হানা

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসের কারণে লস অ্যাঞ্জেলসের উত্তরে বুধবার (২২ জানুয়ারি) একটি নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে।

নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে পাঁচ হাজার একর এলাকা গ্রাস করেছে। পরিস্থিতি বিবেচনায় অন্তত ১৯ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে।

খবর এএফপি ও বিবিসিরখবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন অঞ্চলটির দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তারা ইতিমধ্যে মেট্রোপলিটন এলাকায় জ্বলতে থাকা দুটি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই আগুন ইটন ফায়ারের অর্ধেকেরও বেশি আকারে ছড়িয়ে পড়ে।

ইটন ফায়ার এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি বড় দাবানলের একটি।লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে যে তারা ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকির’ সম্মুখীন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকা এখনো শক্তিশালী, শুষ্ক বাতাসের কারণে চরম অগ্নিঝুঁকির জন্য রেড ফ্ল্যাগ সতর্কতার অধীনে রয়েছে।

এর আগে ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস।

দাবানলে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পুড়ে গেছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। পরবর্তী সময়ে বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় দাবানল নিয়ন্ত্রণে আসে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাসিন্দারা।
এর মধ্যে নতুন করে ফের শুরু হলো দাবানল।