সৌদি আরবের অন্যতম যুবরাজ প্রিন্স আবদুল আজিজ বিন মিশাল বিন আব্দুল আজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। সৌদি রয়েল কোর্ট গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই মৃত্যুর খবর দিয়েছেন।
গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
বিবৃতিতে রয়েল কোর্ট প্রিন্স মিশাল বিন আবদুল আজিজ আল সৌদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বেহেশত কামনা করেন। এ ছাড়া তার মৃত্যুকে সৌদি আরবের জন্য বড় ক্ষতি হিসেবে ওই বিবৃতিতে বর্ণনা করা হয়।